হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের আনিস চৌধুরীর বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি বসতঘর ভস্মীভূত হয়ে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। আজ রোব বার (১৪ই ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও ক্রমাগত ভাবে আগুনের দাপট বাড়তে থাকে। পরে হাটহাজারী অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আনিস চৌধুরীর বাড়ির মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ শহিদুল আলম, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ কফিল উদ্দিন, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ বদিউল আলম, মোহাম্মদ ফোর কান আহমদ, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ ফরিদুল ইসলাম, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ মনছুর ও মোহাম্মদ আইয়ুবের ঘর সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়ে যায়।
তবে এর মধ্যে মোহাম্মদ ফরিদুল ইসলাম, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ মনছুর, ও মোহাম্মদ আইয়ুবের ঘর পরিত্যক্ত ছিল বলে জানাগেছে। তাদের দাবী এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মোঃ সাহাবুদ্দীন সাইফ / দৈনিক সংবাদপত্র