ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিং বিরোধী কমিটি গঠন করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে এ কমিটি গঠিত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. নওয়াব আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানকে আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও সকল আবাসিক হলের প্রভোস্ট এবং বিভাগীয় সভাপতিকে কমিটির সদস্য করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের কোনো স্থান নেই। ইতোমধ্যেই উচ্চ আদালতের নির্দেশে আমরা ‘এন্টি র্যাগিং’ কমিটি গঠন করেছি। যার মাধ্যমে র্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক নির্যাতনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আজাহার ইসলাম / দৈনিক সংবাদপত্র