আন্তর্জাতিক ডেস্কঃ ৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় ১ টা ৫৬ মিনিটে উড়োজাহাজটি পশ্চিম কালিমান্তান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পোন্তিওনাকে যাত্রা করে। আর দুইটা ৪০ মিনিটে বিমানটি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে শেষ যোগাযোগ করে বলে জানান দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা।
শ্রীবিজয়া এয়ার জানিয়েছে, বিমান নিখোঁজের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার আগে এ সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করছে তারা। স্থানীয় মেট্রো টিভি জানায়, বিমানে ৬২ জন যাত্রী ছিল। রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী, বিমানটি ২৭ বছরের পুরোনো একটি বোয়িং ৭৩৭-৫০০ মডেলের।
জালাল / দৈনিক সংবাদপত্র