সোনাইমুড়ী প্রতিনিধিঃ সোনাইমুড়ী থানার এএসআই মো. আলামিন আবারো চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকালে চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি অফিস কক্ষে এএসআই আলামিন এর হাতে শ্রেষ্ঠ অফিসারের পুরষ্কার তুলে দেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
এসময় এডিশনাল ডিআইজি ইকবাল হোসেন, মো. জাকির হোসেন, নোয়াখালী জেলার পুলিশ সুপার আলমগীর হোসেনসহ চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; সোনাইমুড়ী থানায় কর্মরত এএসআই আলামিন অত্যন্ত সুকৌশলে অসংখ্য ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেফতার করায় গত ডিসেম্বর মাসেও চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছে। এছাড়াও তিনি জেলা পর্যায়ে ৭বার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।
মনিরুল ইসলাম ফয়সাল/ দৈনিক সংবাদপত্র