সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক নিরব ও শবনম বুবলী। ‘ক্যাসিনো’র পর আবারও দেখা যাবে এই জুটিকে। সোমবার রাতে গুলশানের কোরিয়ানা রেস্তোরাঁয় নিরবের সঙ্গে দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হন শবনম বুবলী। আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় নিরব-বুবলী জুটির দ্বিতীয় এ সিনেমার নাম ‘চোখ’।
নিরব জানান, ক্যাসিনোতে কাজ করে বুঝেছি বুবলী পরিপূর্ণ ডেডিকেটেড শিল্পী। নতুন করে আবার তার সাথে কাজ করতে যাচ্ছি ৷ প্রত্যাশা অনেক বেশি। আশা করছি দারুণ কিছুই হবে।
বুবলী বলেন, চোখের কনসেপ্ট শুনে মুগ্ধ হই। যেখানে আমাকে পুরোপুরিভাবে ওয়েস্টার্ন ও করপোরেট টাইপের গেটআপে পাওয়া যাবে। পরিচালক জুয়েল ভাইয়ের ব্যাকগ্রাউন্ড খুবই ভাল। নিরব ভাইয়ের সঙ্গে কাজের বোঝাপড়াও দারুণ। তিনি সহশিল্পীকে যথাযথ সম্মান দিতে জানেন। সবকিছু মিলিয়ে প্রজেক্টে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে।
পরিচালক জানান, থ্রিলার গল্পে নির্মিত হবে সিনেমাটি। শোনা যাচ্ছে, চলতি ফেব্রুয়ারিতে এ সিনেমার শুটিং শুরু হবে। চিত্রনাট্য করেছেন অনামিকা মন্ডল। নিরব-বুবলী ছাড়াও সিনেমাটিতে থাকবেন রোশান।