দেশের অন্যতম জনপ্রিয় ব্লগার/ইউটিউবার তৌহিদ আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় যার ফলোয়ার কোটিরও বেশি। যার কোনো ভিডিও প্রকাশিত হলেই লাখ লাখ দর্শক হুমড়ি খেয়ে পড়ে। পাশাপাশি মাই টিভিতে নিয়মিত উপস্থাপনাও করেন । এবার সেই আফ্রিদি হাজির হচ্ছেন মালেক আফসারীর সিনেমার নায়ক হয়ে। খবরটি জানালেন পরিচালক নিজেই। সিনেমার নামও ঠিক করেছেন, ‘ইউটিউবার’। শুরু হয়েছে সিনেমার গল্প লেখার কাজ। এর পরই হবে গান রেকর্ডিং, শুটিং জানুয়ারি থেকে।
আফসারী বলেন, ৮ অক্টোবর মাই টিভির একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। তৌহিদ আফ্রিদিই উপস্থাপক। কথার একপর্যায়ে সে আমার সিনেমাতে অভিনয় করার আগ্রহ প্রকাশ করে। আমি নিজেও একজন ইউটিউবার। অনেক দিন ধরেই ইউটিউব নিয়ে একটি গল্প মাথায় ঘুরছিল। তৌহিদকে তখনই জানাই। মাই টিভির পাশাপাশি সে নিজেই সিনেমাটি প্রযোজনা করার কথা দিয়েছে। বাজেট ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা। কিছু দিনের মধ্যেই সিনেমার বাকি কলাকুশলীদের চূড়ান্ত করব।