আদমদীঘি প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকোড়া গ্রামের সাংবাদিক হাফিজুর রহমান আর নেই। তিনি মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘি সোনালী ব্যাংকের নিচে হটাৎ করে স্টোক করার পর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী দুই মেয়ে এক ছেলে নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন।
বুধবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা তার নিজবাড়ি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া গ্রামে অনুষ্ঠিত হবে। তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ ও নিউনেশন পত্রিকায় নওগাঁ প্রতিনিধি হিসাবে কাজ করতেন। সাংবাদিক হাফিজুর রহমানের অকাল মৃত্যুতে আদমদীঘি, সান্তাহার ও নওগাঁর সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সাগর খান / দৈনিক সংবাদপত্র