আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মের্সাস মন্ডল এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠা নের তালা ভেঙ্গে ১৯৮ পিস গ্যাসের সিলিন্ডার, ৪টি চুলা, রাইচ কুকার এবং অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ব্রীজের পশ্চিম পার্শ্বে রোড সংলগ্ন ওই প্রতিষ্ঠান থেকে কে বা কারা চুরি করে নিয়ে যায়।
বুধবার সকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুস সবুর মন্ডল আদমদীঘি থানায় একটি অভিযোগ করেন। আব্দুস সবুর মন্ডল তার অভিযোগে উল্লেখ করেন, প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত ১২ টায় বাড়িতে আসেন। পরদিন সকালে প্রতিষ্ঠান খুলতে গিয়ে দেখেন তালা ভাঙ্গা। তিনি বলেন বিভিন্ন কোম্পানির ১৯৮ পিস গ্যাসের সিলিন্ডার, ৪টি চুলা, রাইচ কুকার এবং অন্যান্য জিনিসপত্র সহ প্রায় ৫ লক্ষ টাকার মতো মালামাল
চুরি হয়েছে। অনেক খোঁজ খুজির পর মালামাল না পেয়ে থানায় একটি অভিযোগ করেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এ চুরির মালামাল উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে।
সাগর খান / দৈনিক সংবাদপত্র