আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার আমইল-ইন্দইল খান পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ লক্ষে সোমবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের পার্শ্বে ইন্দইল ব্রীজ নামক এলাকায় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃ লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু,
উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, কুন্দ গ্রাম ইউপি চেয়ারম্যান এস.এম বেলাল হোসেন, সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু প্রমূখ। আলো চনা সভা শেষে বগুড়া এলজিইডি তত্তাবধানে আদমদীঘি উপজেলার আমইল-ইন্দইল পর্যন্ত প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে ৬ কিঃমিঃ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
এ ছাড়াও গত সোমবার দুপুরে বগুড়ার আদম দীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে একটি গণসৌচাগার নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।
সাগর খান / দৈনিক সংবাদপত্র