নিজস্ব প্রতিনিধিঃ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আহসান হাবিব নাসিম। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি মুগ্ধতা দিয়ে চলেছেন টিভি দর্শকদের। যদিও ইদানিং বেছে বেছে অভিনয় করছেন নাসিম। এদিকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ফের চিন্তায় ফেলেছে মানুষকে। একের পর নতুন করে করোনা আক্রান্তের খবর সামনে আসছে। এবার করোনায় আক্রান্ত অভিনেতা নাসিমের স্ত্রী আমেনা হাবীব রিমা। আজ এই বিষয়টি জানান অভিনেতা নিজে তিনি বলেন,
কয়দিন ধরে আমার স্ত্রীর সর্দি, কাশি দেখা দিলে করোন টেস্ট করালে পজেটিভ আসে। এখন আইসলোশনে আছে। তবে টেনশনে আছি বাচ্চাদের নিয়ে, শুভাকাঙ্খীদের বলবো সাবধানে থাকবেন। আপনাদের সকলের প্রার্থণা চাই আমরা। খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ফিরে। উল্লেখ্য,আহসান হাবিব নাসিম। তিনি ৩১ই অক্টোবর পাবনা জেলায় জন্মগ্রহন করেন। বাবা মরহুম আব্দুল হামিদ ও মা মনোয়ারা বেগম। তারা পাঁচ ভাইবোন। তার দুই মেয়ে ও এক ছেলে।
তারা হলেন অর্চি, অর্পি, অমিও। তিনি অভিনয়ের বাইরে কলেজের শিক্ষগতা করেছেন। তবে এখন অভিনয়ের পাশাপাশি ব্যবসা করেন। বর্তমানে তিনি অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক।
রাকিবুল ইসলাম রাকিব / দৈনিক সংবাদপত্র